স্কিমের নাম
|
মেয়াদ (উত্তীর্ণ হইলে) |
বিদ্যমান মুনাফার হার |
সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ
|
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রবর্তণ কাল
|
সুবিধা সমূহ
|
||
১৫,০০,০০০ টাকা পর্যন্ত
|
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্ত
|
৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব
|
||||||
পেনশনার সঞ্চয়পত্র
|
১ম বছরান্তে
|
৯.৭০%
|
৯.৭০%
|
৮.৮৭ %
|
৮.০৪ %
|
২। বিনিয়োগকারী ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের কপি ১টি করে।
৩। বিনিয়োগকারী ও নমিনীর পাসপোর্ট সাইজের ছবি ২টি করে মোট ৪টি ।
৪। বিনিয়োগকারীর ব্যাংক হিসাবের MICR চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।
৫। ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে TIN (Tax Identification Number) ও উক্ত TIN এর বিপরীতে আয়কর বিবরণী দাখিলের রশিদ/ প্রত্যয়ন পত্র। ৬। আনুতোষিক মঞ্জরীপত্র (Gratuity Order), সাধারন ভবিষ্য তহবিলের মঞ্জরীপত্র (GPF Ordder), পেনশন প্রাপ্তির আদেশ (PPO Order) এবং নিয়োগ কতৃপক্ষ কতৃক পূরণকৃত PSP ফরম-২।
|
২০০৪ খ্রিঃ
|
১। ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় ।
২। একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা তবে আনুতোষিক ও সর্বশেষ ভবিষ্য তহবিল হতে প্রাপ্ত অর্থের বেশী নয়। ৩। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় । ৪। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোন উৎসেকর কর্তন করা হয়না। ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রেমুনাফার উপর ১০% হারেউৎসে কর কর্তন করা হয়। ৫। জাতীয় সঞ্চয় অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে মুনাফা ও মূল টাকা EFT এর মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়।
৬। অবসরপ্রাপ্ত সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকুরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান। ৭। নমিনী নিয়োগ করা যায় । ৮। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনী সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র ভাঙ্গাতে পারেন। ৯। ১ লক্ষ টাকা পর্যন্ত নগদ বিনিয়োগ সুবিধা রয়েছে। |
২য় বছরান্তে
|
১০.১৫%
|
১০.১৫%
|
৯.২৮ %
|
৮.৪২ %
|
||||
৩য় বছরান্তে
|
১০.৬৫%
|
১০.৬৫%
|
৯.৭৪ %
|
৮.৮৩ %
|
||||
৪র্থ বছরান্তে
|
১১.২০%
|
১১.২০%
|
১০.২৪ %
|
৯.২৯ %
|
||||
৫ম বছরান্তে
|
১১.৭৬%
|
১১.৭৬%
|
১০.৭৫ %
|
৯.৭৫ %
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস