Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

স্কিমের নাম
মেয়াদ উত্তীর্ণ হইলে 
 মুনাফার হার
সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ
  

প্রয়োজনীয় 

কাগজপত্র

প্রবর্তণ কাল
সুবিধা সমূহ 
৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নে বিনিয়োগের ক্ষেত্রে
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধে বিনিয়োগের ক্ষেত্রে 
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
১ম বছরান্তে
৯.৭৪%
৯.৭২%

১। পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

                                                       

২। বিনিয়োগকারী ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের কপি ১টি করে।

               

৩। বিনিয়োগকারী ও নমিনীর পাসপোর্ট সাইজের ছবি ২টি করে মোট ৪টি ।                      

                                 

৪। বিনিয়োগকারীর ব্যাংক হিসাবের MICR চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

               

৫। ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে TIN (Tax Identification Number) ও উক্ত TIN এর বিপরীতে হালনাগাদ আয়কর বিবরণী দাখিলের রশিদ/ প্রত্যয়ন পত্র।


১৯৭৭

২য় বছরান্তে 
১০.২১%
১০.১৯%
৩য় বছরান্তে 
১০.৭২%
১০.৭০%
৪র্থ বছরান্তে 
১১.২৬%
১১.২৩%
৫ম বছরান্তে (মেয়াদান্তে)
১১.৮৩%
১১.৮০%