আমাদের কী সঞ্চয় অফিসে আর আসতে হবে?
জুন, ২০১৯ হতে জাতীয় সঞ্চয় অনলাইন ম্যানজমেন্ট সিস্টম চালু হওয়ার পরে এখন সব রকম মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ এবং যুগ্ম নামে ১ কোটি টাকা বিনিয়োগ করা যায়। এই ৫০ লক্ষের ক্ষেত্রে আবার উপরে প্রতি ধরনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে যে লিমিট আছে সেটার বাইরে ঐ এক রকম সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায় না।
এখন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন জেলা সঞ্চয় অফিস/ব্যুরো এবং বিশেষ সঞ্চয় অফিস/ব্যুরো, পোস্ট অফিস এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায়।
সঞ্চয়পত্রে বিনিয়োগের পর স্বাভাবিকভাবে আপনার ইস্যু অফিসে আসার আর প্রয়োজন নেই। এখন জাতীয় সঞ্চয় অনলাইন ম্যানজমেন্ট সিস্টমের মাধ্যমে বিনিয়োগকৃত সকল সঞ্চয়পত্রের মুনাফা ও মূল স্বয়ংক্রিয়ভাবে EFT এর মাধ্যমে গ্রহকের ব্যাংক হিসাবে চলে যাবে। আরো বিস্তারিত তথ্য জানতে জেলা সঞ্চয় অফিসব্যুরো বাগেরহাট ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করুন।