Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র
স্কিমের নাম
মেয়াদ (উত্তীর্ণ হইলে)

বিদ্যমান মুনাফার হার


সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ

প্রয়োজনীয় 
কাগজপত্র
প্রবর্তণ কাল 
সুবিধা সমূহ
১৫,০০,০০০ টাকা পর্যন্ত
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্ত
৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব
ব্যক্তির ক্ষেত্রে
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

১ম বছরান্তে

১০.০০ %

১০.০০ %

৯.০৬ %

৮.১৫ %

১।তিন মাস অন্তর মুনাফাভিত্তিক  সঞ্চয়পত্রের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

                                      

২। বিনিয়োগকারী ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের কপি ১টি করে।

৩। বিনিয়োগকারী ও নমিনীর পাসপোর্ট সাইজের ছবি ২টি করে মোট ৪টি ।                      

                

৪। বিনিয়োগকারীর ব্যাংক হিসাবের MICR চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

৫। ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে TIN (Tax Identification Number) ও উক্ত TIN এর বিপরীতে আয়কর বিবরণী দাখিলের রশিদ/ প্রত্যয়ন পত্র।






























২০০৪ খ্রিঃ
 
১। ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় ।

২। একক নামে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা।

৩। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় ।

৪। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% তবে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রেমুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়।

৫। জাতীয় সঞ্চয় অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে মুনাফা ও মূল টাকা EFT এর মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়।

                                   

৬।১৮ উর্ধ্ব যেকোন বাংলাদেশী মহিলা/পুরুষ নাগরিক, এবংঅটিস্টিকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান/ অন্য যে কোন অটিস্টিক সহযোগি প্রতিষ্ঠান (যাদের সঞ্চয়পত্রের মুনাফা অটিস্টিকদের সহায়তায় অবশ্যই ব্যবহার করতে হবে) যা সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রত্যয়নকৃত। 

               

৭। নমিনী নিয়োগ ও পরিবর্তন  করা যায় ।

               

৮। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনী সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র ভাঙ্গাতে পারেন। 

               

৯। ১ লক্ষ টাকা পর্যন্ত নগদ বিনিয়োগ সুবিধা রয়েছে।





২য় বছরান্তে



১০.৫০ %



১০.৫০ %



৯.৫১ %



৮.৫৬ %

৩য় বছরান্তে

১১.০৪ %

১১.০৪ %

১০.০০ %

৯.০০ %


প্রাতিষ্ঠানিক বিনিয়োগের প্রয়োজনীয় নির্দেশনা
স্কিমের নাম
প্রাতিষ্ঠানিক ফান্ডের ধরণ
প্রাতিষ্ঠানিক বিনয়োগের শর্তাবলী
বিনিয়োগের উর্ধসীমা
 বিনিয়োগের সুবিধা
তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র 

(ক) আয়কর অধ্যাদেশ ১৯৮৪, এর ২য় খণ্ডের বিধি ৪৯ এর ২ ধারা অনুযায়ী স্বীকৃত ভবিষ্য তহবিল।


(ক) The income tax rules 1984 (Part-II) এর বিধি ৪৯ (২) অনুযায়ী ফান্ডটি সংজ্ঞায়িত হতে হবে এবং আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর First Schedule, Part-B অনুযায়ী কর কমিশনার কতৃক ফান্ডটি স্বীকৃত হতে হবে।


(খ) প্রাতিষ্ঠানের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরনী থাকতে হবে।


(গ) ভবিষ্য তহবিলের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরনী থাকতে হবে।



সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭, (সংশোধিত ২০১৫) এর বিধি ৫(৫) অনুযায়ী ভবিষ্য তহবিলে মোট স্থিতির অর্ধেক বা (৫০%), তবে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) কোটি টাকা।

১। ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় ।

২।...


৩।......

















(খ) প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট, ১৯২৫ অনুযায়ী কন্ট্রিবিউটারী প্রভিডেন্ট ফান্ড (এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড)।


(ক) প্রাতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড সংরক্ষনের বিষয়ে সরকারী গেজেট থাকতে হবে।


(খ) প্রাতিষ্ঠানের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরনী থাকতে হবে।


(গ) ভবিষ্য তহবিলের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরনী থাকতে হবে।



ফার্মের বিনিয়োগের প্রয়োজনীয় নির্দেশনা

স্কিমের নাম


ফার্মের ধরণ
ফার্মের বিনয়োগের শর্তাবলী
বিনিয়োগের উর্ধসীমা
বিনিয়োগের সুবিধা
তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র
আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিল এর পার্ট এ এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী মৎস্য খামার, হাঁস-মুরগীর খামার, পেলিটেড পোল্ট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটিপোকা পালনের খামার, ছত্রাক উৎপাদন এবং ফল ও লতাপাতার চাষ হতে অর্জিত আয়-যা সংশ্লিষ্ট উপ-কর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত।
উপ কর কমিশনার কতৃক প্রত্যয়নকৃত অর্জিত আয়।
সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭, (সংশোধিত ২০১৫) এর বিধি ৫(৬) অনুযায়ী ২ (দুই) কোটি টাকা।
১। ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় ।

২।

৩।


সহায়ক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দেশনা

স্কিমের নাম

সহায়ক প্রতিষ্ঠানের ধরণ


সহায়ক প্রতিষ্ঠানের বিনয়োগের শর্তাবলী


বিনিয়োগের উর্ধসীমা


বিনিয়োগের সুবিধা






তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র


(ক) অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান।

(ক) সংশ্লিষ্ট জেলা সমাজসেবা অফিস কতৃক প্রতিষ্ঠানটি নিবন্ধিত হতে হবে।

(খ) প্রতিষ্ঠানের নামে TIN (Tax Identification Number) থাকতে হবে।

(গ) বিনিয়গকৃত অর্থের মুনাফা অটিস্টিক, দুঃস্থ, অনাথ শিশু ও প্রবীণদের সহয়তায় ব্যবহৃত হবে, এই মর্মে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা অফিস কতৃক প্রত্যয়ন থাকতে হবে।


সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭, (সংশোধিত ২০১৫) এর বিধি ৫(৭) অনুযায়ী ৫ (পাঁচ) কোটি টাকা।
১। ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় ।

২।

৩।






(খ) দুঃস্থ ও অনাথ শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান (অনাথ আশ্রম, শিশু পরিবার এতিমখানা ইত্যাদি)।
(গ) প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র।