Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পেনশনার সঞ্চয়পত্র
স্কিমের নাম

মেয়াদ (উত্তীর্ণ হইলে)


বিদ্যমান মুনাফার হার


সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ 

প্রয়োজনীয় 

কাগজপত্র



প্রবর্তণ কাল

 
সুবিধা সমূহ
১৫,০০,০০০ টাকা পর্যন্ত
১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ টাকা পর্যন্ত
৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব
পেনশনার সঞ্চয়পত্র
১ম বছরান্তে
৯.৭০%
৯.৭০%
৮.৮৭ %
৮.০৪ %


২। বিনিয়োগকারী ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের কপি ১টি করে।


৩। বিনিয়োগকারী ও নমিনীর পাসপোর্ট সাইজের ছবি ২টি করে মোট ৪টি ।


৪। বিনিয়োগকারীর ব্যাংক হিসাবের MICR চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। 


৫। ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে TIN (Tax Identification Number) ও উক্ত TIN এর বিপরীতে আয়কর বিবরণী দাখিলের রশিদ/ প্রত্যয়ন পত্র।

৬। আনুতোষিক মঞ্জরীপত্র (Gratuity Order), সাধারন ভবিষ্য তহবিলের মঞ্জরীপত্র (GPF Ordder), পেনশন   প্রাপ্তির আদেশ (PPO Order) এবং নিয়োগ কতৃপক্ষ কতৃক পূরণকৃত PSP ফরম-২

















২০০৪ খ্রিঃ
১। ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় ।

২। একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ   টাকা তবে আনুতোষিক ও সর্বশেষ ভবিষ্য তহবিল হতে প্রাপ্ত অর্থের বেশী নয়।

৩। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় ।

৪। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোন উৎসেকর কর্তন করা  হয়না। ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রেমুনাফার উপর ১০% হারেউৎসে কর কর্তন করা হয়। 

৫। জাতীয় সঞ্চয় অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে মুনাফা ও মূল টাকা EFT এর মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়।


৬। অবসরপ্রাপ্ত সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকুরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান। 

৭। নমিনী নিয়োগ করা যায় ।

৮। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনী সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র ভাঙ্গাতে পারেন। 

৯। ১ লক্ষ টাকা পর্যন্ত নগদ বিনিয়োগ সুবিধা রয়েছে।

২য় বছরান্তে
১০.১৫%
১০.১৫%
৯.২৮ %
৮.৪২ %
৩য় বছরান্তে
১০.৬৫%
১০.৬৫%
৯.৭৪ %
৮.৮৩ %
৪র্থ বছরান্তে
১১.২০%
১১.২০%
১০.২৪ %
৯.২৯ %
৫ম বছরান্তে
১১.৭৬% 
১১.৭৬%
১০.৭৫ %
৯.৭৫ %