Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

জেলা সঞ্চয় অফিস

সরকার কতৃক নির্ধারিত পরিমাণ আমানত গ্রহণ, নির্ধারিত মূল্য পরিশোধ, নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে নীট আমানতের লক্ষ্যমাত্রা অর্জন।

পরিদপ্তরের প্রধান কার্যালয়ের সমন্বয়ের মাধ্যমে অধীনন্থ ব্যুরো,সহযোগী ব্যাংক ও ডাকঘর কতৃক বাস্তবায়িত হয়।

প্রতি আর্থিক বৎসর।

কর্মকান্ড আর্থিক সংশ্লেষ থাকায় সরকার ও আমানতকারীঘণের স্বার্থ সমুন্নত রাখা।

পরিদপ্তরের প্রধান কার্যালয়ের তদারকীতে অধীন্থ সকল দপ্তর।

যখন প্রয়োজন উদ্ভূত

হয় বা হবে।

আইনগত ও পদ্ধতিগত বিষয়ে কোন ব্যাখ্যা বিশ্লেষণ চাওয়া হলে :

পরিদপ্তরের আওতার মধ্যে হলে সরকারের অনুমোদন ও সম্মতি সাপেক্ষ হলে 

প্রধান কার্যালয়

 

 

     ঐ

 

সঞ্চয় প্রকল্পের বিষয়ে নিয়মিত প্রচার প্রচারণা ও প্রকল্পের পরিবর্তন সংশ্লিষ্ট বিষয়ে প্রচারণা

প্রধান কার্যালয়

 

যখন প্রয়োজন উদ্ভূত

হয় বা হবে।

সঞ্চয়পত্র ইস্যু (বিক্রয়);

মুনাফা উত্তোলন ও নগদায়ন (ভাঙ্গানো):

ক)তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ;

খ)পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

গ)পেনশনার সঞ্চয়পত্র

ঘ)পরিবার সঞ্চয়পত্র

 

 

 

 

 

 

 

 

 

 

সঞ্চয় পরিদপ্তরের আওতায় সঞ্চয় ব্যুরো/বাংলাদেশ ব্যাংক/তফসিল

ব্যাংক/ডাকঘর।

 

ভাঙ্গানোর ক্ষেত্রে যে কোনঅফিস।

সঞ্চয়পত্রের সংশ্লিষ্ট ক্রয় ফরম পূরণ,

ক্রেতা ও নমিনীর (যদি থাকে) ০২কপি ছবি,নমুনা স্বাক্ষর কার্ডসহ যে দিন ব্যাংকে নগদ অর্থ প্রদান করা হবে ঐ দিন।চেকে অর্থ প্রদত্ত হলে যে দিন সংশ্লিষ্ট অফিসের ব্যাংক হিসাবে অর্থ জমা হবে, ঐ দিন সঞ্চয়পত্র ইস্যু করা হয়।ত্রৈমাসিক কিস্তি মুনাফা দাবীর দিন ক্রেতা বা ক্ষমতাপ্রাপ্ত  ব্যাক্তিকে প্রদান করা হয়।মেয়াদপূর্ণ সঞ্চয়পত্র নগদায়ন দাবীর দিন ক্রেতা নিজের উপস্থিতিতে ঐ দিনে নগদায়ন অর্থ পরিশোদ করা হয়।স্থানান্তরিত সঞ্চয়পত্রের ক্ষেত্রে

স্থানান্তরিত অফিস একই সময়ে

দাবী নিষ্পত্তি করে।

০৬

সঞ্চয়পত্র হারানো/চুরি /ধ্বংস বা বিনষ্ট হলে প্রতিটি সঞ্চয়পত্রের ক্ষেত্রে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু;

ক)সকল ইস্যু অফিস।

খ)স্থানান্তরিত সঞ্চয় পত্রের ক্ষেত্রে মূল ইস্যু অফিস।

হারানো, চুরি বা ধ্বংস হওয়ার বিষয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরী করে তার কপি, ২টি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তির কপি, ১৫০/-টাকার নন-জুডিসিয়াল স্টাম্পে ১ম শ্রেনীর ম্যাজিস্টেটের সম্মুখে হলফনামা,

১৫০/-টাকার নন-জুডিসিয়াল স্টাম্পে ইনডেমনিটি বন্ডসহ আবেদনের ১মাস পর বিধি মোতাবেক ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়।

উল্লেখ্য, সঞ্চয়পত্র আংশিক বিনষ্ট সঞ্চয়পত্র ইস্যু অফিসে সমপর্ণের দিনই ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা

হয়।

 

সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুতে মনোনিত নমিনি; নমিনির অবর্তমানে ওয়ারিশগণকে সঞ্চয়পত্রের অর্থ পরিশোধ করা হয়।

সংশ্লিষ্ট ইস্যু অফিস,স্থানান্তরিত সঞ্চয়পত্রের ক্ষেত্রে স্থানান্তরিত অফিস।

নমিনির ক্ষেত্রে, নাগরিক সনদপত্র,স্বাক্ষর সনাক্তকরন পত্র ও সত্যায়িত ছবি, ক্রেতার মৃত্যুর সনদ পত্র এবং নমিনির অবর্তমানে  কোর্টের সাকসেশন সার্টিফিকেট(তদন্ত সাপেক্ষে)।

 

বাংলাদেশ প্রাইজবন্ড ক্রয় ও নগদায়ন।

সঞ্চয় ব্যুরো,/ডাকঘর/তফসিলী ব্যাংক/বাংলাদেশ ব্যাংক।

ড্র অনুষ্ঠানের তারিখ হতে ০২(দুই) বছরের মধ্যে পুরস্কার দাবী করতে হয়।

 

সঞ্চয়পত্র হারালে, চুরি বা ধ্বংস হলে এবং বিনষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়।

সকল ইস্যু অফিস; স্থানান্তরিত সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুল ইস্যু অফিস

সিটিজেন চার্টারের ৬ এর অনুরুপ।